প্রশান্ত কুমার (শান্ত) বিশেষ প্রতিনিধি (বগুড়া)
বগুড়া জেলা, কাহালু উপজেলার থানা অফিসার ইনচার্জ (OC) জনাব, মোঃ সেলিম রেজা এর সঙ্গে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, কাহালু উপজেলা কমিটি নবনির্বাচিত নেতৃবৃন্দরা আজ সৌজন্য সাক্ষাৎ করেন।
সে সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, কাহালু উপজেলা কমিটির সভাপতি মোঃ বাবলু শকিদার, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ শেষে উপজেলা নানা রকম অপরাধ মূলক কর্মকাণ্ডের উৎস এবং সেইসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথা আইনেই ব্যবস্থা গ্রহণের নানান দিক এবং বিষয় নিয়ে সার্বিক আলাপ-আলোচনা করা হয়।