শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কুষ্টিয়ায় সাংবাদিক রিজুর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের কুষ্টিয়ায় কিশোর গ্যাং লিডার সুরুজের ছুরিকাঘাত কুষ্টিয়ায় নির্বাচনত্তোর সহিংসতায় আ’লীগ নেতার পিস্তলে গুলিবিদ্ধ-২ নড়াইলের কলোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র পাল্টে গেছে নওয়াপাড়া পৌরসভার কর্মচারীসহ ৫জনের নামে থানায় অভিযোগ দায়ের করলেন পৌর মেয়র যশোরের অভয়নগরে সাংবাদিক মোঃ আবুল বাসার এর ওপর সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ অসহায় শারীরিক প্রতিবন্ধী কোহিনুরের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে ইউপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ নওয়াপাড়া প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত
ঘোষণা:
পরিবর্তনের অঙ্গীকারে আপনাকে স্বাগতম। সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য  ভিন্নধারার নিউজ পোর্টাল "পরিবর্তনের অঙ্গীকার"। অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে এক ঝাঁক তরুণ, মেধাবী ও অভিজ্ঞ সংবাদকর্মী। দেশ-বিদেশের সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।  ছবিসহ জীবন বৃত্তান্ত (সি ভি)পাঠাতে হবে। ই-মেইল: khalidsyful@gmail.com , মোবাইল : ০১৮১৫৭১৭০৩৪

কুষ্টিয়ায় অর্থ আত্মসাতের দায়ে সরকারী কর্মকর্তা কর্মচারীর  কারাদণ্ড 

কুষ্টিয়া অফিস / ৭৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৫:০৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় গ্যাস পাইপ লাইন নির্মানে ভুমি অধিগ্রহনকালে উদ্দেশ্য মূলক ভাবে পরষ্পর যোগসাজসে বেআইনী ভাবে আর্থিক সুবিধা লাভ করতে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুদকের করা মামলায় দুইজন সরকারী সাবেক কর্মকর্তা/কর্মচারীর কারাদন্ড ও জরিমানা আদেশ দিয়েছেন আদালত। 
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এর আদালতে দন্ডপ্রাপ্ত দুইব্যাক্তির উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন আদালত। দন্ডপ্রাপ্ত দুই ব্যক্তির প্রত্যেকের তিন বছরের সশ্রম কারাদন্ডসহ পৃথক ভাবে ৪লক্ষ ২০হাজার টাকা অর্থ দন্ডের আদেশ দিয়েছেন আদালত। ধার্যকৃত জরিমানা অনাদায়ে ছয় মাসের সাজা ভোগের আদেশ দেন বিচারক।
দন্ডপ্রাপ্ত হলেন- মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের বাসিন্দা ডা: ইজ্জত আলীর ছেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রাক্তন কানুনগো রেজাউল করীম(৫৮) এবং কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে জেলা প্রশাসন কার্যালয়ের এলএ শাখা হতে চাকরীচ্যুত সার্ভেয়ার রবিউল ইসলাম(৩৯)।
আদালত সুত্রে জানা যায়, ২০১২ সালের নভেম্বরে ভেড়ামারা-খুলনা গ্যাস পাইপ লাইন নির্মানে জমি অধিগ্রহন প্রক্রিয়ায় ধানী শ্রেনীর জমিকে ভিটাবাড়ী শ্রেনীভুক্ত করে সরকারের অতিরিক্ত ৪লাখ ২৪হাজার ৭শ ৩৯টাকা ক্ষতিসাধন ও সরকারী জমি অধিগ্রহন প্রক্রিয়ার সাতে সংশ্লিষ্টরা যোগসাজস করে আত্মসাৎ করেছে এমন অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল গফুর বাদি হয়ে ২০১৬ সালের ২৫ এপ্রিল ৬জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
 বহুল আলোচিত এই মামলাটির তদন্ত শেষে ২০১৭ সালে ৩০মার্চ তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল গফুর চার্জশীট দাখিল করেন আদালতে। সেখানে ৪কর্মকর্তার নাম প্রতিবেদনে না আসায় শুধুমাত্র সাজাপ্রাপ্ত এই দুুই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌসুলি এ্যাড আল মুজাহিদ মিঠু বলেন,‘ সরকারী দপ্তরে কর্মরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস  ভঙ্গ করে অবৈধভাবে আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে সরকারী অর্থ আত্মাসাৎ মামলায় ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও (৩) এ্যামেনমেন্টের ৯ধারা অপরাধ সংগঠিত করেছে মর্মে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় কানুনগো রেজাউল ও সার্ভেয়ার রবিউল ইসলামের ৩বছর সশ্রম কারাদন্ড  প্রত্যেকের পৃথক ভাবে ৪ লাখ ২০হাজার টাকা অর্থ দন্ডের আদেশ দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর