শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কুষ্টিয়ায় সাংবাদিক রিজুর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের কুষ্টিয়ায় কিশোর গ্যাং লিডার সুরুজের ছুরিকাঘাত কুষ্টিয়ায় নির্বাচনত্তোর সহিংসতায় আ’লীগ নেতার পিস্তলে গুলিবিদ্ধ-২ নড়াইলের কলোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র পাল্টে গেছে নওয়াপাড়া পৌরসভার কর্মচারীসহ ৫জনের নামে থানায় অভিযোগ দায়ের করলেন পৌর মেয়র যশোরের অভয়নগরে সাংবাদিক মোঃ আবুল বাসার এর ওপর সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ অসহায় শারীরিক প্রতিবন্ধী কোহিনুরের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে ইউপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ নওয়াপাড়া প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত
ঘোষণা:
পরিবর্তনের অঙ্গীকারে আপনাকে স্বাগতম। সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য  ভিন্নধারার নিউজ পোর্টাল "পরিবর্তনের অঙ্গীকার"। অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে এক ঝাঁক তরুণ, মেধাবী ও অভিজ্ঞ সংবাদকর্মী। দেশ-বিদেশের সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।  ছবিসহ জীবন বৃত্তান্ত (সি ভি)পাঠাতে হবে। ই-মেইল: khalidsyful@gmail.com , মোবাইল : ০১৮১৫৭১৭০৩৪

কুষ্টিয়ায় যুবককে অপহরণ ও মুক্তিপন দাবির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া অফিস/ নিজস্ব প্রতিনিধি / ১২০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৯:২৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় যুবককে অপহরণ ও মুক্তিপন দাবির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

 কুষ্টিয়ার দৌলতপুর থানার বেগুনবাড়ি গ্রাম থেকে এক যুবককে অপহরণ পূর্বক মুক্তিপন দাবির অভিযোগে করা মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক বলেন, ‘সজিব এক সময় ছাত্রলীগ করতো, গত কমিটিতি প্রচার সম্পাদকও ছিলেন। তবে বর্তমানে আমাদের সাথে তার কোন সম্পর্কও নেই যোগাযোগও নেই। সে কোন আইন বিরোধী কাজ করলেও তার জন্য সংগঠন দায়ি থাকবে না।’

এজাহার সূত্রে জানা যায়,গত ২৩এপ্রিল দৌলতপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা আবু আফ্ফান ও মামুনের বাড়িতে আত্মীয়তার সূত্রে বেড়াতে আসা কক্সবাজার জেলার মোঃ জোহার হোসেন(৩৩) নামে এক যুবককে পরদিন ২৪এপ্রিল সন্ধায় স্থানীয় কল্্যাণপুর জামের মসজিদের নিকটস্থ রাস্তা থেকে একটি সাদা মাইক্রোতে তুলে নিয়ে যায় দৃর্বৃত্তরা। পরে সেখান থেকে জোহারকে তারা নিয়ে যায় মিরপুর থানার আমলা গ্রামের একটি বাড়িতে সেখানে জোহারকে মারধর সহ নানা প্রকার শারীরিক নির্যাতন করে সজিব ও তার সহযোগীরা, পরে জোহারের মোবাইল ফোন থেকে তার বোন তাসলিমার সাথে যোগাযোগ করে বিকাশ, রকেট, নাম্বারে দাবি করা হয় পাঁচ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

অপহৃত জোহারের আত্মীয় মামুন বলেন, অপহরণকারীরা জোহারের বোন তাসলিমার কাছে বারংবার মোবাইলে কল করে অনবরত দাবিকৃত টাকা প্রেরনের দাবি করতে থাকে দৃর্বৃত্তরা। মোবাইল ফোন লাইনে থাকা অবস্থায় নির্যাতন চালনো হয় জোহারের উপর আর নির্যাতনের সেই অতœচিৎকার শোনানো হয় বোন তাসলিমা ও তার পরিবারকে। পরিস্থিতি বেগতিক দেখে জোহারের পরিবার আমাকে জোহারের অপরহণর বিষয়ে বিস্তারিত তথ্য দেয়। এসময় আমি কাল বিলম্ব না করে দ্রæত দৌলতপুর থানা পুলিশকে অবহিত করে জোহারকে উদ্ধারে সাহায্য চাই পুলিশের কাছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসান বলেন, গত ২৫ তারিখ রাতে মুক্তিপন দাবিতে যুবক অপহরণের সংবাদ পেয়ে ২৬এপ্রিল সকালে অভিযানে নামে দৌলতপুর থানা পুলিশ। এসময় ফোন কলের সূত্র ধরে ভোর আনুমানিক চারটার দিকে অপহরণের মূলপরিকল্পনাকারী কুষ্টিয়া জেরা ছাত্রলীগের সাবেক নেতা সজিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণে জড়িত ৭জনকে সনাক্ত করে পুলিশ। পরে অহহৃত জোহারকে উদ্ধারে মিরপুর উপজেলার আমলা বিলপাড়া গ্রামে অভিযান চালিয়ে হাত পা মুখ বাধা অবস্থায় জোহারকে উদ্ধার করে পুলিশ। তবে এসময় পুলিশের অভিযানের ঘটনা টের পেয়ে জোহারকে ফেলে রেখে অপহরণকারী চক্র পালিয়ে যায়। পরে পুলিশের উদ্ধারে মুক্তি পাওয়া জোহার নিজেই বাদি হয়ে গ্রেফতার সজিবকে প্রধান করে ৭জনের নামোল্লেখসহ অপহরণ ও মুক্তিপন দাবির অভিযোগে মামলা করেন। বুধবার গ্রেফতার সজিবকে আদালতে সৌপর্দ করলে সজিব ১৬৪ ধারায় বিজ্ঞ বিচারিক হাকিমের কাছে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এমামলার এজাহারভুক্ত অন্যদেরও গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর