কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ঝিনাইদাহ মহাসড়কের গজনবীপুর গ্রামের লালন ফিলিং ষ্ট্রেশনের সন্নিকটে এ দূঘর্টনায় দ্রুতগামী কোন একটি যানবাহনের চাকায় পিষ্ট পিতা-পূত্রের লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পথচারীরা হাইওয়ে পুলিশে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মটরসাইকেল সহ দুইজনের মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে হাইওয়ে পুলিশ।
নিহত পিতা-পূত্র হলেন- ইউনিয়ন ভুমি অফিসের কর্মচারী শাজাহান আলী (৫৫) এবং তার ছেলে লিবিয়া প্রবাসী শামিম আহম্মেদ (২৮) কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) দেবব্রত রায় জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরের বিত্তিপাড়ার লালন ফিলিং ষ্ট্রেশনের সন্নিকটে রাস্তার উপরে একটি দুর্ঘটনাকবলীত মোটরসাইকেল ও দুটি মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।
দুর্ঘটনাকবলিত মটরসাইকেল আরোহীদ্বয় কুষ্টিয়া শহরের দিক থেকে তাদের বাড়ি অভিমুখে যাচ্ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কোন বড় ধরনের দ্রুতগামী যানবাহন পিছন দিক থেকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তার উপর পড়ে যায় এবং ওই গাড়ীটির অথবা অন্য কোন দ্রুতগামী গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।