মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
দখলবা‌জি-চাঁদাবা‌জি নি‌য়ে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির হুঁশিয়ারি কুষ্টিয়ায় হার্টস বাংলার বৃক্ষরোপণ কর্মসূচী কুষ্টিয়ার মিরপুরে ৪৪০ বস্তা অবৈধ সার জব্দ অবৈধ ফিটনেস বিহীন ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়ে অঙ্গহানীর শঙ্কায় -বাসার মিরপুরে স্কুলে অগ্নিসংযোগ ও প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় ০৫ জন পলাতক আসামি গ্রেফতার। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতা চালাচ্ছে: সাবেক এমপি শহীদুল ইসলাম আমি নেতৃত্ব দিয়েই কুষ্টিয়া থানা ভাঙছি’ এটা আমার আবেগী বক্তব্য -মাজেদ দৌলতপুরের ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বহিষ্কার শিক্ষক লাঞ্ছিত হলে প্রতিরোধ গড়ে তোলার ঘোষনা বৈষম্য বিরোধীদের চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ঘোষণা:
পরিবর্তনের অঙ্গীকারে আপনাকে স্বাগতম। সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য  ভিন্নধারার নিউজ পোর্টাল "পরিবর্তনের অঙ্গীকার"। অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে এক ঝাঁক তরুণ, মেধাবী ও অভিজ্ঞ সংবাদকর্মী। দেশ-বিদেশের সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।  ছবিসহ জীবন বৃত্তান্ত (সি ভি)পাঠাতে হবে। ই-মেইল: khalidsyful@gmail.com , মোবাইল : ০১৮১৫৭১৭০৩৪

কুষ্টিয়া জেলা বিএনপির পথে বাধার শঙ্কায় আগেভাগে খুলনায় পৌঁছানোর প্রস্তুতি

কুষ্টিয়া অফিস // / ২৫৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৯:১৬ অপরাহ্ন

গণসমাবেশস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই নেতা–কর্মীরা ‘বিকল্প পথে’ কুষ্টিয়া যাওয়া শুরু করেছেন বলে জানিয়েছেন নেতারা। তবে কোন পথে, কীভাবে নেতা–কর্মীরা খুলনায় যাবেন, তা প্রকাশ করছেন না তাঁরা।

কুষ্টিয়ার বিএনপি নেতারা বলছেন, সমাবেশ যোগ দিতে ইতিমধ্যে জেলা ও উপজেলার নেতা–কর্মীদের নিয়ে একাধিক বৈঠক হয়েছে। বিভাগীয় গণসমাবেশে কুষ্টিয়া থেকে অন্তত পাঁচ হাজার নেতা–কর্মী যাবেন। বৃহস্পতিবার সকাল থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে নেতা–কর্মীরা খুলনার পথে রওনা হয়েছেন। শুক্রবার রাতে গিয়ে অন্তত আড়াই হাজার নেতা-কর্মী সমাবেশ মাঠে হাজির হবেন। বাকিরা শনিবার সকালের মধ্যে পৌঁছাবেন। কুষ্টিয়া থেকে সরাসরি খুলনায় যাওয়ার পথে নানা ধরনের বাধার মুখে পড়তে হতে পারেন। এ কারণে নেতা–কর্মীরা ‘বিকল্প পথে’ ঘুরে ঘুরে খুলনা পৌঁছাবেন। যেকোনো উপায়ে তাঁরা সমাবেশ মাঠে থাকতে চান।

এদিকে খুলনা জেলা বাস মালিক সমিতি ২১ ও ২২ ডিসেম্বর সেখানে কোনো বাস প্রবেশ ও বের না করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কুষ্টিয়া থেকে এখনো বাস বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আকতার হোসেন।

বাস বন্ধের বিষয়টি আগেই চিন্তা করে রাখা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। তিনি বলেন, ‘নেতা-কর্মীরা বিকল্প উপায়ে যাওয়ার বিষয়টি আগেই ভেবে রেখেছে। সেটা কীভাবে এই মুহূর্তে বলতে চাইছি না। তবে কিছু নেতা-কর্মী সমাবেশের দু–এক দিন আগেই খুলনায় অবস্থান করবেন। সব মিলিয়ে কুষ্টিয়া থেকে অন্তত পাঁচ হাজার নেতা–কর্মী যেকোনো উপায়ে খুলনা সমাবেশে যোগ দেবেন।’

বিএনপি নেতা–কর্মীরা বলছেন, বাস বন্ধ করে নেতা–কর্মীদের ঠেকানো যাবে না। তাঁরা ট্রেন, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসে করে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, ‘বাস বন্ধ হবে আমরা জানতাম। এখন বিকল্প উপায়ে যাওয়ার বিষয়টি ঠিক করা হয়েছে। কুষ্টিয়া থেকে প্রচুর কর্মী প্রস্তুত হচ্ছেন, সমাবেশে যোগ দেবেন। আন্দোলন চাঙা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর