“স্মৃতির ভোর”
মুশারফ…✍
——————-
আজি এই ভোরে,
খুবই মনে পরে
কোথায় গেলে পাবো আবার, সেই হারানো দিন ফিরে!
পৃথিবী এখনো ঘুমিয়ে আছে
আমি আছি একা জেগে
চাঁদ তাঁরা মিশে,জোৎস্না হাসে
মোর মৌহ মেঘে ঢেকে ।
অশান্ত মোর হ্রদয়ও ঘরে
স্মৃতিগুলোর ভীড়ে
ফাটিয়া চক্ষু,কাদিয়া বক্ষু
ভিজে যায় অশ্রু গড়ে।
আবার যদি পাই গো দেখা
বলিতাম আমি হেসে,
সারটি জীবন রেখো গো পাশে
নিরবে ভালোবেসে!