"স্মৃতির ভোর"
মুশারফ...✍
-------------------
আজি এই ভোরে,
খুবই মনে পরে
কোথায় গেলে পাবো আবার, সেই হারানো দিন ফিরে!
পৃথিবী এখনো ঘুমিয়ে আছে
আমি আছি একা জেগে
চাঁদ তাঁরা মিশে,জোৎস্না হাসে
মোর মৌহ মেঘে ঢেকে ।
অশান্ত মোর হ্রদয়ও ঘরে
স্মৃতিগুলোর ভীড়ে
ফাটিয়া চক্ষু,কাদিয়া বক্ষু
ভিজে যায় অশ্রু গড়ে।
আবার যদি পাই গো দেখা
বলিতাম আমি হেসে,
সারটি জীবন রেখো গো পাশে
নিরবে ভালোবেসে!
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি