অঙ্গীকার ডেস্কঃপ্রিয় হাটশ্ হরিপুর ইউনিয়নবাসী..বিগত কয়েক দিনে আমাদের অনেক কাছের মানুষকে কেড়ে নিয়েছে এই মহামারী ভাইরাস।প্রতিদিন মানুষ থেকে লাশ হতে হচ্ছে আমার আপনার পরিবারের মানুষদের।সচেতন না হলে কালকে হয়তো আমার-আপনাকেও হতে হবে।এই মহামারি আপনার-আমার সবাইকে মোকাবেলা করতে হবে।কারোর দোহায় দিয়ে মৃত্যু থেকে পার পাওয়া যাবে না।নিজেকে ভালো না বাসলেও পরিবারের সবার কথা চিন্তা করে হলেও সচেতন হোন।
*জরূরী প্রয়োজন বাদে ঘর থেকে বের হবেন না।কয়টা দিন একটু কষ্ট করেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।চায়ের দোকানে- বাজার ঘাটে দয়া করে জমায়েত হবেন না।কয়টা দিন নিয়ম মেনে চললেই হয়তো ভবিষ্যৎ সময়টা ভালো যাবে ইনশাআল্লাহ।
*সবার অর্থনৈতিক অবস্থাও ভালো নেই। যারা দিন-মজুর ভাই বোন আছেন তাদের কষ্টে আমি অত্যান্ত ব্যাথিত।আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তাদের পাশে থাকার।আপনাদের এই কষ্ট আমার মতো সামান্য মানুষ দ্বারা হয়তো লাঘব করা সম্ভব হচ্ছে না।এই জন্য আমি ক্ষমাপ্রার্থী।কষ্ট ভাগাভাগি করে হলে আমরা সবাই একসাথে বাঁচতে চাই।
সমাজের বৃত্তবান দের অনুরোধ করছি এই মহামারির সময়ে খেটে খাওয়া মানুষ – দিন মজুর, গরীব অসহায় মানুষের পাশে থাকবেন।আল্লাহ আপনার সহায় হবেন।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
সবার সুস্হতা কামনায়।
এম সম্পা মাহমুদ
চেয়ারম্যান,১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ।
আহবায়ক,বাংলাদেশ যুব মহিলালীগ,
কুষ্টিয়া জেলা শাখা।
প্রয়োজনে- 01718775975।
মেডাম তো অনেক সুন্দর কথায় বলেছেন। কিন্তু আর একটা বিষয় যে তিনি তো সব সময় এই ধরনের কথায় বলেন কিন্তু উনি এই সব ধরনের কাজ কি ঠিক মতো করে থাকে।
উনার এলাকায়।
কিন্তু না তাদের এলাকার কথা চিন্তা করা যায় যে উনার এলাকার ছেলে মেয়েরা যে ভাবে চলাফেরা করে। মানুষ জন খুব বিরক্তি বোধ করে।
তারা মানুষকে মানুষ মনে করে না।
ঐ সব মানুষকে কেউ কিছু বল্লেই তারা বলে ইমরা আমরা মেডামের লোক।
আর কি বলায় আছে।
এই হচ্ছে অবস্থা।
সে আবার বড় বড় কথা বলে।
ত