অঙ্গীকার ডেস্কঃপ্রিয় হাটশ্ হরিপুর ইউনিয়নবাসী..বিগত কয়েক দিনে আমাদের অনেক কাছের মানুষকে কেড়ে নিয়েছে এই মহামারী ভাইরাস।প্রতিদিন মানুষ থেকে লাশ হতে হচ্ছে আমার আপনার পরিবারের মানুষদের।সচেতন না হলে কালকে হয়তো আমার-আপনাকেও হতে হবে।এই মহামারি আপনার-আমার সবাইকে মোকাবেলা করতে হবে।কারোর দোহায় দিয়ে মৃত্যু থেকে পার পাওয়া যাবে না।নিজেকে ভালো না বাসলেও পরিবারের সবার কথা চিন্তা করে হলেও সচেতন হোন।
*জরূরী প্রয়োজন বাদে ঘর থেকে বের হবেন না।কয়টা দিন একটু কষ্ট করেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।চায়ের দোকানে- বাজার ঘাটে দয়া করে জমায়েত হবেন না।কয়টা দিন নিয়ম মেনে চললেই হয়তো ভবিষ্যৎ সময়টা ভালো যাবে ইনশাআল্লাহ।
*সবার অর্থনৈতিক অবস্থাও ভালো নেই। যারা দিন-মজুর ভাই বোন আছেন তাদের কষ্টে আমি অত্যান্ত ব্যাথিত।আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তাদের পাশে থাকার।আপনাদের এই কষ্ট আমার মতো সামান্য মানুষ দ্বারা হয়তো লাঘব করা সম্ভব হচ্ছে না।এই জন্য আমি ক্ষমাপ্রার্থী।কষ্ট ভাগাভাগি করে হলে আমরা সবাই একসাথে বাঁচতে চাই।
সমাজের বৃত্তবান দের অনুরোধ করছি এই মহামারির সময়ে খেটে খাওয়া মানুষ - দিন মজুর, গরীব অসহায় মানুষের পাশে থাকবেন।আল্লাহ আপনার সহায় হবেন।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
সবার সুস্হতা কামনায়।
এম সম্পা মাহমুদ
চেয়ারম্যান,১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ।
আহবায়ক,বাংলাদেশ যুব মহিলালীগ,
কুষ্টিয়া জেলা শাখা।
প্রয়োজনে- 01718775975।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি