আজ (১২/০৬/২১) শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আতর আলী মন্ডল (৩৫) কে আটক করে। জানা যায়, আতর আলী মন্ডল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছিল। শনিবার কুষ্টিয়া মডেল থানার এএসআই আসাদ গোপন সংবাদের ভিত্তিতে শহরের চর মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। আতর আলী মন্ডল কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার জুয়াব আলী মন্ডলের ছেলে। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার এএসআই আসাদ। আতর আলী মন্ডলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার আগ পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল।