বিয়েটা বারবার পিছিয়ে যাচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ২০২০ সালের ২১ মার্চ ব্যবসায়ী রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান হয় তার। সে বছরের নভেম্বরেই বিয়ের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা আর হয়নি।এ ব্যাপারে ফারিয়া বলেন, করোনা পরিস্থিতির কারণেই ঘোষণা অনুযায়ী বিয়েটা করা হচ্ছে না। বিয়ের বিষয়টি আমাদের দুই পরিবার দেখছে। তা ছাড়া এই পরিস্থিতিতে বিয়ে করলে তো অনুষ্ঠান করা যাবে না। তিনি বলেন, বিয়ে তো একবারই করব, বারবার নয়। সুতরাং আয়োজন করে মনের মতো করেই করতে চাই। এখন ভালো সময়ের অপেক্ষায় আছি। জীবনে একবারই বিয়ে করব, সেটা বেশ ধুমধাম করে করব বলে দেরিতে আপত্তি নেই।