কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদের ৩ কর্মকর্তার রদবদল
কুষ্টিয়া অফিস // নিজস্ব প্রতিনিধি
/ ১২২
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম :
বুধবার, ৯ জুন, ২০২১, ৮:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন
কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদের ৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
বুধবার (৯জুন) কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আনিসুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে বদলি করা হয়েছে।কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলামকে কুষ্টিয়া পুলিশ হাসপাতালের পুলিশ পরিদর্শক পদে এবং কুষ্টিয়া পুলিশ হাসপাতাল থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আবুল কালাম আজাদকে কুষ্টিয়া লাইন ওয়ারে বদলি করা হয়েছে।
উল্লেখ্য,জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরি করা হবে বলে জানানো হয়েছে।