আবুল বাশার ( ক্রাইম রিপোর্টার )
যশোর কেন্দ্রীয় কারাগারে হাবিবুর রহমান (৭০) নামে মৃত্যু দণ্ডপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত হাবিবুর রহমান মাগুরা জেলার শালিখার কোটপাড়া এলাকার বাসিন্দা। ২০০৩ সালের একটি হত্যা মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি হাবিবুর রহমান কারাগারের ভেতরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পার্থপ্রতিম চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।