প্রশান্ত কুমার (শান্ত) (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃখুব অল্প খরচে মানসম্মত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল।এখানে প্রতিনিয়ত রোগী দেখছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সহ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগন।
শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালটির স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে উক্ত হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ সৈয়দ এনামুল হক সজল বলেন আমরা সু দীর্ঘ দিন যাবত হাসপাতালটির মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছি। মাঝখানে কিছু সময় আমাদের প্রতিষ্ঠানটি বন্ধ থাকলেও ২০২৩ সালে জানুয়ারি মাস থেকে আমরা পুনরায় স্বাস্থ্য সেবার কার্যক্রম শুরু করেছে।
তিনি আরো বলেন সারা বাংলাদেশ আমাদের তিনটি শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ছিল। এটা হলো ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়া। ঢাকা এবং চট্টগ্রাম হাসপাতালটির কার্যক্রম বর্তমান বন্ধ আছে। শুধুমাত্র বগুড়া হাসপাতালটির কার্যক্রমটা আমরা এখনো চলমান রেখেছি।
উক্ত সময় হাসপাতালটি পরিদর্শনে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, উপজেলা প্রেসক্লাব (ভুরুঙ্গমারী, কুড়িগ্রাম) সাধারণ সম্পাদক, সাংবাদিক খালেদ হাসান প্রমুখ।
শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালটি জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে উত্তর দিকে দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড সংলগ্ন অবস্থিত।।