মোঃ আবুল বাসার.(ক্রাইম রিপোর্টার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের চুড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবরাউল হাছান মজুমদার এ ফলাফল ঘোষণা করেন। এর মধ্যে ৪টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
যশোর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফুল আলম লিটন। তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট।
যশোর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ডা. তৌহিদুজ্জামান তুহিন ১ লাখ ৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাক প্রতীকের অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।
যশোর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ ১ লাখ ২১ হাজার ৮৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের মোহিত কুমার নাথ। তিনি পেয়েছেন ৬৪ হাজার ৭১০ ভোট।
যশোর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল ৬৪ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাঙ্গল প্রতীকের জহিরুল হক জহির। তিনি পেয়েছেন ৪ হাজার ৯৯১ ভোট।
যশোর-৫ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ৭৬ হাজার ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা মার্কার স্বপন ভট্টাচার্য্য। তিনি পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ ভোট।
যশোর-৬ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের শাহিন চাকলাদার। তিনি পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।