কুষ্টিয়া সদর উপজেলায় ৯৩ পিস ইয়াবাসহ বিদ্যুৎ হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজারের বিদ্যুৎতের জুতা স্যান্ডেলের দোলান থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আরিফুর জামান বিদ্যুৎ ঝাউদিয়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে। সে ঝাউদিয়া বাজারে জুতা স্যান্ডেলের ব্যবসা করতেন।
এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, ঝাউদিয়া বাজারের জুতা স্যান্ডেল ব্যবসায়ী বিদ্যুৎতের দোকান থেকে ৯৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।