দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-৭৫, কুষ্টিয়া-১ অ লে শো-কজ নোটিশপ্রাপ্ত সংসদীয় আসন-৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই বুলবুল আহমেদ টোকন চৌধুরী নিজেদের নির্দোষ দাবি করে লিখিত জবাব দাখিল করেছেন কমিটি প্রধানের নিকট।
স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরীকে লিপলেট বিলির সাথে প্রকাশ্যে সাধারণ ভোটারদের টাকা দেয়ার অভিযোগ এবং তার ভাই বুলবুল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অপর এক স্বতন্ত্র প্রার্থীকে অস্ত্রের ভয় দেখিয়ে নির্বাচনী প্রচারনা থেকে সরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী শান্তিপূর্ন পরিবেশ বিনষ্টের অভিযোগে গত ২৯ ডিসেম্বর সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান মোহা: আসাফ উদ দৌলা স্বাক্ষরিত শো-কজ নোটিশ প্রেরন করা হয় এবং ০১ জানুয়ারী, ২০২৪ রবিবার সকাল ১১টায় লির্খিত জবাব দাখিলের নির্দেশ দেয়া হয় বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহা: আসাফ উদ দৌলা কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে দৌলতপুর উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকন চৌধুরী এবং প্রতিনিধির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করে লিখিত জবাব দাখিল করেছন কমিটি প্রধানের দপ্তরে।
এসময় আদালত প্রাঙ্গনে আলাপকালে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীর ভাই ও তার নির্বাচনী প্রধান এজেন্ট যুবলীগ নেতা বুলবুল আহমেদ চৌধুরী টোকন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমাদের প্রতিপক্ষ একটি স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমাদের হয়রানি করতে এসব অসত্য বানোয়াট মনগড়া অভিযোগ দিয়েছেন অনুসন্ধান কমিটিতে। আমি ও আমার ভায়ের প্রতিনিধি লিখিত জবাব দাখিল করেছি’।