রাসেল মোল্লাঃ দ্বাদশ জাতীয় নির্বাচন ৯৩ নড়াইল ১ আসনের সতন্ত্র প্রার্থী সিকদার শাহাদাত হোসেন দুলু মাথাল মার্কার প্রচার প্রচারণায় জনগণের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
যাচাই বাছাই প্রক্রিয়ায় তার প্রার্থীতা বাতিল হলেও বিভিন্ন প্রতিবন্ধকতা পার করে আবারো কৃষক সমাজের মুকুট মাথাল মার্কা নিয়ে নির্বাচন কাজ চালিয়ে যাচ্ছেন। সিকদার শাহাদাত হোসেন দুলু একাত্তর রনাঙ্গের একজন বীর মুক্তিযোদ্ধা।
তিনি ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে একই আসনে একই প্রতিকে নির্বাচন করেন কিন্ত অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন।
এবার দীর্ঘদিন পর জনগনের ভালোবাসাই সিক্ত হয়ে আবারো নড়াইল ১ আসনের উন্নয়নের ছোয়া দিতে নির্বাচনে যোগ দিয়েছেন।
শিকদার শাহাদাত হোসেন দুলু তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে শুধু উন্নয়ন আর উন্নয়ন হবে যা গত ৫৩ বছরে কেউ করতে পারিনি। এবারের অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলে আমাকে সতঃস্ফুর্ত ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করুন,এই সুযোগ হাতছাড়া করা যাবেনা।