দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি সংসদীয় আসন- ৭৭, কুষ্টিয়া-৩ অঞ্চলের দুই প্রতিদ্বন্দী প্রার্থীর আচরণ বিধি লংঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করেছেন।
বুধবার দুপুরে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কুষ্টিয়া যগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মাদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ওই কারন দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছে- কুষ্টিয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহরের আড়ুয়াপাড়াস্থ ৭২নং শহীদ ইয়াকুব সড়কের বাসিন্দা আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু’কে। তার বিরুদ্ধে অভিযোগ- তিনি কুষ্টিয়া পৌরসভার গাড়ী ব্যবহার এবং কর্মচারীদের নির্বাচনী কাজ করতে বাধ্য করা।
একই ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মাহবুব উল আলম হানিফের সমর্থক সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল ও ছাত্রলীগ নেতা শালদাহ গ্রামের বাড্ডা’র ছেলে শামীম কে পৃথক ভাবে শো-কজ নোটিশ দেয়া হয়েছে।। তার বিরুদ্ধে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর ঈগল প্রতিকের নির্বাচনী প্রচারনার কাজে কর্মীদের বাধাদান ও মারধর। আগামীকাল বৃহষ্পতিবার সকাল ১১টায় পারভেজ আনোয়র তনুকে এবং দুপুর ১২টায় মিলন মন্ডল ও শামীম’কে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া শিষ্টাচার বহির্ভুত উস্কানীমূলক বক্তব্যসহ স্বতন্ত্র প্রার্থীর কর্মীসমর্থকদের হুমকি প্রদানের অভিযোগে কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুন এবং প্যানেল মেয়র হারুন অর রশীদ হারুন দ্বয়কেও পৃথক ভাবে শো-কজ নোটিশ প্রেরণ করা হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটি নির্বাচনী এলাকা- ৭৮ কুষ্টিয়া-৪ এর চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ এম এ আজহারুল ইসলাম স্বাক্ষরিত শো-কজ নোটিশের লিখিত বক্ত দেয়ার জন্য বৃহস্পতিবার সকাল ১১টায় আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় ও নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ এর সমর্থক এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ- গত ১২ ডিসেম্বর সন্ধা ৬টায় নন্দলালপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে শিষ্টাচার বহির্ভুত উস্কানীমূলক বক্তব্য ও হুমকি প্রদান করেন।