কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি সংক্রান্ত দ্বন্দের জেরে সৎ (বৈমাত্রেয়)ভাইকে কুপিয়ে হত্যার দায়ের মো: মিলন হোসেন (৩৭)র মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সোমবার বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামী উপস্থিেিত এই রায় ঘোষনা করেন বলে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী।
সাজাপ্রাপ্ত আসামী হলো- উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মো: নান্দু মন্ডলের ছেলে মো: মিলন হোসেন (৩৭)।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ এপ্রিল সকাল ৭টায় উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মো: নান্দু মন্ডলের প্রথম স্ত্রীর ছেলে নিহত ফামিদ হোসেন(৪২) বাড়ির পাশর্^স্ত চায়ের দোকানে বসে চা পান করার সময় হঠাৎ পিছন থেকে নিহতের সৎ ভাই মিলন ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় গুরুতর আহত ফামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে নিয়ে গেয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফামিদকে মৃত: ঘোষনা করে। এঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদি হয়ে ১২ এপ্রিল,২০২১ তারিখে দৌলতপুর থানায় আসামী মিলনসহ দুইজনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।
মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ পুলিশ পরিদর্শক মো: জিয়াউর রহমান ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ২জনের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, ‘পৈত্রিক জমি সংক্রান্ত দ্বন্দের জেরে পূর্ব পরিকল্পিত ভাবে সৎ ভাইকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার দায়ে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় সৎভাই মিলন হোসেনের মৃত্যুদন্ড এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর আসামী সোহেল রানা বেকসুর খালাস দেয়ার আদেশ দিয়েছেন আদালত।
Post Views: 65