“সৃষ্টি সুখের উল্লাসে”প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তি উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ।
বৃহস্পতিবার (২৫মে) বেলা ১১টায় কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহনে আলোচনাসহ কবিতা গান ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয় ।
অনুষ্ঠানে মুখ্য আলোচনা ছিলেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের বাংলা বিভগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রোহ, প্রেম, ধর্মীয় অনুপ্রেরণা ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের একেকটি দীপ্তিমান শব্দবর্ধন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাঙালি কে উজ্জীবিত করেছে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত। এখনো বাঙালির যে কোন আন্দোলনে তাঁর সৃষ্টি আজও সমান ভাবে প্রেরণা যোগায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
বক্তারা আরো বলেন,চুরুলিয়ার সেই দুখু মিয়া শুধু কানাডা নয় সারা বিশ্বে তার সৃষ্টিকর্মের মাধ্যমে অমর হয়ে আছে।
উল্লেখ্য,১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’কে সামরিক সংগীত হিসেবে নির্বাচিত করে তাকে সম্মানিত করা হয়।