কুষ্টিয়া সদর থানা পুলিশের এসআই সুফলের সফল অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ।১৬ এপ্রিল রবিবার রাত ১০টায় মঙ্গলবাড়ীয়া এলাকার মসজিদপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃত আসামিরা হলেন: কুষ্টিয়া শহরস্থ মঙ্গলবাড়ীয়া মসজিদপাড়া এলাকার মো: রেজাউলের ছেলে মোঃ রাকিব (২৯) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ী (হাজীপাড়া) এলাকার মোঃ সাত্তার মালিথার ছেলে মোঃ খোকন মালিথা (৩৮)।
জানা যায়, কুষ্টিয়া মডেল থানাধীন মঙ্গলবাড়ীয়া মসজিদপাড়াছ মোঃ নজরুল ইসলাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। তখন এসআই (নিঃ)/সুফল সরকার সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ শাহীন আলম, এএসআই (নিঃ)/মোঃ উজ্জল হোসেন, কং/১৬৫৫ আরিফুল ইসলাম, কং/৬১৪ মোঃ শফিকুল ইসলামকে নিয়ে অভিযান পরিচালনা করে ৭৮ বোতল ফেন্সিডিল সহ আটক করে। যার কুষ্টিয়া মডেল থানার সাধারণ ডায়েরী নং-১১১৭।
কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ মো: শাহাদৎ হোসেন বলেন,মঙ্গলবাড়ীয়া এলাকার মসজিদপাড়া থেকে ৭৮ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। কুষ্টিয়া সদর থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।