কুষ্টিয়ার গর্ব বহুমুখী প্রতিভার অধিকারী,খ্যাতিমান সাতারু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা কানাই লাল শর্মার ৯২ তম জন্মদিন স্বরণার্থে মুক্তিযোদ্ধা সাঁতারু কানাই লাল স্মৃতি সংসদ ও পাঠাগার, মঙ্গলাবাড়ীয়া কুষ্টিয়ার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ই নভেম্বর সকাল ১১ টায় দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের কবি আজিজুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ড. গৌতম কুমার দাস,প্রফেসর, বাংলা বিভাগ,ইবি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এম মুশতাক হোসেন মাসুদ, চেয়ারম্যান, ১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবদুর রশিদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সম্পাদক, দৈনিক বাংলাদেশ বার্তা। আব্দুল কুদ্দুস, সভাপতি, ম্যানেজিং কমিটি, দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল। নুরুন্নাহার সীমা, আলোড়ন মহিলা সমবায় সমিতি লিঃ ও আলোড়ন শিশু নিকেতন। কবি দরবেশ হাফিজ, প্রতিষ্ঠাতা পরিচালক লুপ্ত সুপ্ত সম্প্রচার সংস্থা।
সভাপতিত্ব করেন, মোঃ আশরাফুল হক উজ্জ্বল, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) , দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল।
অনুষ্ঠান পরিচালনা করেন, মোহাঃ শফিকুল ইসলাম, অবঃ ব্যাংক কর্মকর্তা।