কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াঘাটে নৌকা পারাপারে ৬ টাকার পরিবর্তে ১৪ টাকা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ঘোড়াঘাট এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন কয়েক হাজার মানুষ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়ন জনগণের পারাপার অধিকার আদায় কমিটির আহবায়ক রাসেল হোসেন আরজুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ‘ কয়া, নন্দনালপুর, শিলাইদহ, চরসাদিপুর ইউনিয়নসহ আশেপাশের প্রায় এক লাখ মানুষ ঘোড়াঘাট দিয়ে পারাপার হয়। পারাপারের ভাড়া ছিল ৬ টাকা। কিন্তু স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে ১৪ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এতে সাধারণের জনগণের চলাচলে খরচ বেড়েছে। হয়রানির শিকার হচ্ছে। আমরা নতুন ভাড়ার রেট বাতিল করে পূর্বের ৬ টাকা ভাড়া চালু করা হোক।
হাট পরিচালনা কমিটির সদস্যরা বলেন, সরকার নির্ধারিত ভাড়ায় নেওয়া হচ্ছে। সরকার ভাড়া কমালে আমরাও কম ভাড়া নিবো।
উপজেলা নির্বাহী কর্মবর্তা বিতান কুমার মন্ডল মুঠোফোনে বলেন, ভাড়া বৃদ্ধির ব্যাপারে ঘাট কর্তৃপক্ষ মৌখিক জানিয়েছে। তবে অফিসিয়াল ভাবে কোনো চিঠি পাইনি।