কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় প্রতীতি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার ১১ অক্টোবর বেলা ১২ টার দিকে শহরের চৌড়হাস এলাকায় রাস্তা পার হয়ে বিদ্যালয়ের আসার সময় ছাত্র রুহিন (১২) মাথায় ও পায়ে আঘাত পেয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত স্কুল ছাত্র রুহিন সদর উপজেলার ঝাউদিয়া অলিউল্লাহর পুত্র।
হাসপাতালে স্কুল টিচার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে বাইসাইকেল যোগে রাস্তা পার হয়ে বিদ্যালয়ে আসছিল। এমন সময় কুষ্টিয়াগামী বাস বিসমিল্লাহ এক্সপ্রেস স্কুল ছাত্র রুহিনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত রুহিন মাথায় ও পায়ে মারাত্মক আঘাত পেয়ে বর্তমানে হাসপাতালে ১ নং ওয়ার্ডের ৩ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানকারী বলছেন, মাথায় আঘাত পেয়েছে। সিটি স্কীন না দেখে তার অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
এদিকে বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, দুর্ঘটনার পরপরই আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সেবা-যত্ন করেছি। তার পরিবার ও পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে তার পরিবার দেখভাল করছে। পরবর্তীতে তার চিকিৎসা বা প্রয়োজনীয় সহযোগীতা করবেন বলেও তিনি জানান।
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার এস আই অনুপ বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস আটক করেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।