কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে ২০ ঘন্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার বেলা সাড়ে বারোটার দিকে কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকা থেকে নদীর পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হলে রোববার সকালে কুমারখালী গড়াই ইকোপার্ক সংলগ্ন নদী থেকে তাকে উদ্ধার করা হয়।
নিহত শিশু কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার মৃত টিপু সুলতানের ছেলে তামিম (৫)।
স্থানীয়রা জানান, সকালে গড়াই ইকোপার্ক সংলগ্ন নদীর ঘুর্ণায়মান পানিতে মরদেহ ঘুরন্ত অবস্থায় দেখে জেলেরা একটি শিশুর মরদেহ উদ্ধার করে। এবং পরবর্তীতে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে মরদেহ তাদের হেফাজতে নিয়েছেন। তারা আরো জানান উদ্ধার শিশুর স্বজনরা এসে মরদেহ সনাক্ত করেছেন।
কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইন্সপেক্টর মো. বখতিয়ার উদ্দিন বলেন, শনিবার কয়া গড়াই নদীতে ডুবে এক শিশু নিখোঁজ হয়। নদীর তীরবর্তী এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে খুঁজে পাওয়া না গেলে নিখোঁজ শিশুর মরদেহ রোববার সকালে গড়াই ইকোপার্ক সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন জানান, গতকাল কয়া থেকে নদীর পানিতে ডুবে যাওয়া নিখোঁজ শিশু আজ কুমারখালী গড়াই ইকোপার্ক সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুর চাচা ইদ্রিস আলী মরদেহ সনাক্ত করেছেন।