কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনকে ছুরিকাঘাত করে কুপিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ আগস্ট)রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিদাশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যান হেলাল উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,চেয়ারম্যান হেলাল উদ্দিন তার ব্যক্তিগত কাজ শেষে কালিদাসপুর বাজার থেকে পায়ে হেটে নিজ বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলযোগে দুজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। ছুরিকাঘাতে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা চেয়ারম্যান হেলাল উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের শরীরের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।
দৌলতপুর থানার (ওসি) জাবিদ হাসান বলেন,
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহত হয়েছেন বলে আমি খবর পেয়েছি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।