বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে এ উপলক্ষে কুষ্টিয়া শহরের কালেক্টর চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁরা বলেন, বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রুপকার। এ অবিসংবাদিত মহাপুরুষের দূরদর্শী, অকুতোভয় ও বলিষ্ঠ নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে। তাঁর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন দেশ এবং স্বাধীন জাতির মর্যাদা। শুধু তাই নয়, বাংলাদেশি হিসেবে আমাদের গর্বিত অস্তিত্ব ও বিশ্ব পরিমণ্ডলে আমাদের গৌরবজনক পরিচিতি এ মহান নেতার অবদান। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন শেখ, আতিকুল ইসলাম, আব্দুল রহিম,
কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমইউপ/কেএসসি