কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত; ওয়াগন ফেটে পড়ে গেছে ৪২টন ফার্নেস অয়েল হালসায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হালসা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় উদ্ধার অভিযান চলছে। তবে এতে কেউ হতাহত হয়নি।বগি লাইনচ্যুত মেইন লাইনে হলেও, এই রুটে ডাবল লাইন থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী বলেন, খুলনা থেকে সকালে তেলবাহী ট্রেন ১৬টি বগি নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এসময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হালসা রেল স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে মেইন লাইনে পড়ে যায়।
ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় সেগুলো উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ৪-৫ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা সম্ভব হবে। এ ঘটনায় কনটেইনার থেকে প্রচুর তেল পড়ে গেছে। তবে এই রুটে ডাবল লাইন থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে।.
খাসাচ/অঙ্গীকার