কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার
জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায়, জনাব মোঃ নাসির উদ্দিন, জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা কুষ্টিয়ার নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ সাখায়েতুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় ফোর্সসহ দৌলতপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দৌলতপুর থানাধীন মথুরাপুর বাজার হইতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য সহ পাখি ভ্যান যোগে হোসেনাবাদ বাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই/ মোঃ সাখায়েতুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ০৯/০৬/২০২২ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার দৌলতপুর থানাধীন হোসেনাবাদ গ্রামস্থ জনৈক মোঃ হাবিবুর রহমান (৪৫), পিতা-মৃত আব্দুল হাই প্রামানিক এর মোটরসাইকেল গ্যারেজের সামনে প্রাগপুর-টু ভেড়ামারা গামী পাকা রাস্তার উপর পৌছাইলে ০২ জন লোককে মথুরাপুর হইতে হোসেনাবাদ বাজারের দিকে আসতে দেখিয়া সন্দেহ হইলে তাদের চ্যালেঞ্জ করে থামতে বলেন। ঐ সময় ভ্যান চালক সহ একজন মহিলা দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ সুলতান শেখ ও নারী কং/৯৬৫ মোছাঃ তামান্না ইসলাম দ্বয়ের এর সহায়তায় আসামী মোঃ আশিক বিশ্বাস ও মোছাঃ আমবিয়া বেগমদ্বয়কে ঘটনাস্থল থেকে ধৃত করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয় ১। মোঃ আশিক বিশ্বাস (২৪), পিতা- মোঃ হানিফ বিশ্বাস, সাং- মহিষকুন্ডি হালসানা পাড়া, ২। মোছাঃ আমবিয়া বেগম (৫৫) পিতা- মৃত ফইমুদ্দিন মন্ডল (ভাই-মোঃ মুক্তার মন্ডল) সাং-ইসলামপুর চর, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয় এর হেফাজত হতে ১০(দশ) কেজি গাঁজা ও তাদের ব্যবহৃত ব্যাটারি চালিত পাখি ভ্যান উদ্ধার করেন এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন।