কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অপহৃত নবম শ্রেনী পড়ুয়া সুচনা (১৩) নামেস্কুল ছাত্রীকে প্রায় ১ মাস পর ওই স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার।
অপহরনকারীকে ঝিনাইদহ জেলার মহেশপুর সাজিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আশরাফ (২৫) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, গত ১০ মে কুষ্টিয়া খাজানগর আদর্শপাড়া এলাকার উজ্জ্বল এর মেয়ে কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী সুচনা খাতুন (১৩) কে অসৎ উদ্দেশ্যে অপহরন করেন গ্রেফতারকৃত আশরাফ সহ তার সহযোগী আরেকজন ব্যাক্তি। পরে স্কুলছাত্রীর বাবা উজ্জ্বল বাদী হয়ে ২ জনের নামে মামলা দায়ের করলে মামলাটির দায়িত্ব দেওয়া হয় কুষ্টিয়া মডেল থানাধীন জগতী পুলিশ ক্যাম্পের আইসি এসআই মেহেদী হাসান মুন্নুকে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের নেতৃত্বে দ্রুতগতিতে এসআই মেহেদী হাসান মুন্নু সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা গাজিপুরের টুঙ্গি এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং একজন অপহরনকারীকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।