কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শিক্ষানুরাগী,দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বরেণ্য ব্যক্তিত্ব মরহুম সোহরাব উদ্দিন এর সুযোগ্য মেজো সন্তান তহিদুল ইসলাম তুহিন। খ্যাতিমান গুণীজন ব্যক্তি মরহুম সোহরাব উদ্দিন স্যার জীবনের উচ্চ ভোগ বিলাসীতা বিসর্জন দিয়ে শুধুমাত্র হরিপুরের মানুষদের শিক্ষার আলো ছড়ানোর জন্য প্রতিষ্ঠা করেন বর্তমানে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আজ যে দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল মাথা উচু করে দাড়িয়ে আছে সেই স্কুলটা তার জীবনের সকল ত্যাগের ফসল। বহু বাধা বিপত্তি পেরিয়ে প্রতিষ্ঠা লাভ করে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ বরেণ্য প্রকৌশলী,চিকিৎসক, বিজ্ঞানী হয়ে দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। সেই গুণী ব্যক্তির সুযোগ্য সন্তান তহিদুল ইসলাম তুহিন। ৩১/০৫/১৯৭৬ইং তারিখে আজকের দিনে মরহুম সোহরাব উদ্দিন স্যারের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন তার মেজো সন্তান তহিদুল ইসলাম তুহিন। ছোট বেলা থেকেই তহিদুল ইসলাম তুহিন পড়াশোনা ও খেলাধূলায় বেশ পারদর্শী। শিক্ষা জীবনে প্রাথমিকের হাতে খড়ি ১নং হাটশ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল, উচ্চ মাধ্যমিক কুষ্টিয়া সরকারি কলেজ। উচ্চ শিক্ষার জন্য কুষ্টিয়া সরকারী কলেজ হতে এম এস এস রাষ্ট্র বিজ্ঞান বি পি ও বিপি এড আলাউদ্দিন আহমেদ ফিজিক্যাল ইনস্টিটিউট থেকে বি এড প্রথম শ্রেণী। তহিদুল ইসলাম তুহিন স্যার একজন রসিক মানুষও বটে। ক্লাসের শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধিতে বেশ সুনাম রয়েছে। এছাড়াও অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি ক্রীড়া শিক্ষক হিসেবে দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল থেকে শিক্ষার্থীদের খেলাধূলায় থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন। বিভিন্ন সম-সাময়িক বির্তক প্রতিযোগীতায় অত্র প্রতিষ্ঠানের সুনাম বরাবরই কৃতিত্বের সাক্ষর রেখেছে। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে চলেছেন প্রতিনিয়ত। ১১/১১/২০০৫ইং তারিখে পারিবারিক ভাবে পারভীন আক্তার সালমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মিসেস পারভীন আক্তার সালমা শিক্ষা জীবনে বি এ ,ডিপ্লোমা ইন নার্সিং ও নয়াদিল্লী ডিপ্লোমা ইন নার্সিং উচ্চতর প্রশিক্ষণ কোর্স শেষে বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। ভয়াবহ করোনায় জীবনের মায়া ত্যাগ করে সম্মুখ সারির যোদ্ধা হয়ে জীবন বাজী রেখে প্রতিটি রোগীর কাছে বেশ অল্প সময়ে শ্রদ্ধার পাত্র হয়েছেন তিনি। মিসেস পারভীন আক্তার সালমা ভয়াবহ করোনায় হাসপাতালের নার্সদের মনোবল বৃদ্ধি করার পাশাপাশি রোগীদের সাথে বন্ধু সুলভ আচরণে বেশ প্রসংশিত হয়েছে। তহিদুল ইসলাম তুহিন ও মিসেস পারভীন আক্তার সালমা দম্পতির ২সন্তান বড় ছেলে রাফিন ও ছোট ছেলে তাহসিন। ২সন্তান বড় ছেলে রাফিন ৬ষ্ঠ ও ছোট ছেলে তাহসিন ২য় শ্রেণীতে কুষ্টিয়া জেলা স্কুলের মেধাবী ছাত্র। বাবা মায়ের ইচ্ছা ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জনগণের কল্যাণে আত্ননিয়োগ করবে। তহিদুল ইসলাম তুহিন স্যারের প্রিয় শিক্ষক নিজ পিতা মরহুম সোহরাব উদ্দিন ও শ্রদ্ধেয় বাবুল স্যার। প্রিয় খাবার খিচুরী আর গরুর মাংস। আজকের শুভ দিনে সকলের কাছে তহিদুল ইসলাম তুহিন স্যার দোয়া প্রার্থী।