শিশুর উপর পাশবিক নির্যাতনকারীকে গ্রেফতারের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কুমারখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে পাশবিক নির্যাতনকারী নৈশ প্রহরীর গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করছে ভূমিহীন সমিতি, নির্যাতিত পরিবার ও এলাকাবাসী। সোমবার সকাল ১০ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও উপজেলার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
২৮ মে শনিবার মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী হারুনর রশীদ হারুন কর্তৃক দ্বিতীয় শ্রেণির ছাত্র পাশবিক নির্যাতনের ঘটনায় কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
এই ঘটনায় আসামী গ্রেফতারের দাবীতে নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়ক কামাল হোসেনের নেতৃত্বে নির্যাতিত পরিবার ও এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ভূমিহীন সমিতি আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল ওহাব,সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ নির্যাতিত পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।