মিরপুর যুবদল নেতা রকির ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ :
অঙ্গীকার ডেস্ক :
কুষ্টিয়া মিরপুর পৌর যুবদলের প্রাণপ্রিয় নেতা ” রবিন আহম্মেদ রকির ” উদ্যোগে ১৫০ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরনঃ–
রোজ রবিবার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়া মিরপুর পৌর যুবদলের নেতা “রবিন আহম্মেদ রকির” উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ১৫০ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী (সেমাই,চিনি,দুধ) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়,
এ সময় উপস্থিত ছিলেন -সোহানুর রহমান রিয়ন -(যুগ্ন আহবায়ক,,মিরপুর পৌর ছাত্রদল), জরিপ খান-(সদস্য,আহবায়ক কমিটি,-মিরপুর পৌর স্বেচ্ছাসেবকদল)ওশিপন আলী -(সদস্য,আহবায়ক কমিটি,-মিরপুর পৌর স্বেচ্ছাসেবকদল),ও পৌর স্বেচ্ছাসেবক নেতা-ইমরান,ইমন,সাগর,রবিন,প্রমূখ।