কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অঙ্গীকার ডেস্ক :
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ০৩ মার্চ ২০২২ ইং তারিখ রাত ১০:২৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন শালদহ গ্রামস্থ জনৈক মোঃ তৈমুর (৪২), পিতা-মৃত পলান বিশ^াস এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৮৫ পিছ ইয়াবা, যাহার আনুমানিক মূল্য-২,৯২,৫০০/- (দুই লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন-০৩টি, সিম-০৪টি এবং ০১টি মোটর সাইকেল সহ ০৩ জন আসামী ১। মোঃ তরিকুল ইসলাম (৪২), পিতা-আব্দুল কাদের, ২। মোঃ পারভেজ ইসলাম (২১), পিতা-মোঃ তরিকুল ইসলাম, উভয় সাং-হরিপুর, থানা-কুষ্টিয়া সদর এবং ৩। মনিরুল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং- বানিয়া পাড়া, থানা-কুমারখালী, সর্বজেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।