শত নাটকীয়তা শেষে জনগণের ভোটে নব নির্বাচিত চেয়ারম্যান এম. মোস্তাক হোসেন মাসুদ।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে গতকাল ৫ই জানুয়ারী ৫ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসব মূখর পরিবেশে সকাল ৮থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করলে দেখা যায়, সকাল থেকে নারী, পুরুষ ভোটার চোখে পড়ার মতো। দীর্ঘ লাইন সারিবদ্ধ ভাবে নিজের ভোট নিজে দিতে পেরে সাধারণ মানুষদের মধ্যে ছিলো দারুণ উৎসাহ, উদ্দীপনা। যত সময় বাড়তে থাকে ততই ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের তৎপরতা ছিলো অনেক বেশি। সুষ্ঠু ভোট গ্রহণে প্রশাসন জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করেছে। দীর্ঘদিন পর এমন ভোটের পরিবেশ ফিরে পেয়ে সাধারণ মানুষ ভীষণ খুশি। কুষ্টিয়া সদর উপজেলার আওতাধীন ১১টি ইউনিয়নে স্বতন্ত্র, বিদ্রোহী মিলিয়ে ১০টি জয়ী, নৌকা শুধুমাত্র ১টি ইউনিয়নে জয়ী হয়েছে। হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটকীয়তা কম ছিলো না। জনসমর্থন হারিয়ে নৌকা আগেই ভুরাডুবির আশংকা বাস্তবায়ন হয়েছে। হরিপুর বোয়ালদাহ আওয়ামীলীগের সাবেক নেতা মোঃ আব্দুর রশিদ দলীয় মনোয়ন না পাওয়ায় আনারস প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় সিদ্ধান্তে ২১-১২-২০২১ইং তারিখে স্থায়ী বহিষ্কার করা হয়। এই দিকে হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডল হুমকি দিয়ে বলেন, নৌকায় ভোট না দিলে হরিপুরে থাকতে দেওয়া হবে না। এই সময় নৌকার প্রার্থী এম সম্পা মাহামুদ, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী আরিফুল ইসলাম আরিফ সহ স্থানীয় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলো। আলোচিত সেই বক্তব্য স্থানীয় গণমাধ্যম, জাতীয় মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ সৃষ্টি হয়। কি হরিপুর বাজার নৌকার ক্যাম্প উদ্বোধনে বক্তব্য দেওয়ার কিছুদিন পরই সেই উল্লেখিত আলোচিত নেতাকর্মীরা দিনে নৌকা, রাতের আধারে আনারস প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এমন গুঞ্জন শোনা গেলেও গত ৩জানুয়ারি সকালে আলোচিত স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ হাজ্বী আরিফ সহ ওয়ার্ডের নেতাকর্মীরা সংঘবদ্ধ ভাবে প্রকাশ্যে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুর রশিদের আনারস প্রতীকে নির্বাচনী প্রচারণা চালায়। এমন অবস্থায় নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী এম. সম্পা মাহামুদ এর উপর আস্থা হারিয়ে জনগণের মাঝে নৌকার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেলা সহ আওয়ামীলীগের কেন্দ্র কার্যালয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে হরিপুরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের কয়েক শত নেতাকর্মী থাকলেও হরিপুরে সর্বমোট নৌকায় ভোট পড়েছে মাত্র ২৩২টি। সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণে ফলে নির্বাচিত হয়েছে বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান এম. মোস্তাক হোসেন মাসুদ, তিনি জানান জনগণ সকল চক্রান্তের জবাব দিয়েছে ভোটের মাধ্যমে জনগণের ভালবাসায় আমি নির্বাচিত হয়েছি জনগণের ঋণ কখনোই পরিশোধ হবার নয়। আগামীতে জনগণকে সঙ্গে নিয়েই ইউনিয়নকে উন্নয়ন সমৃদ্ধ করবো।