‘মেয়র তোমার দেখা চাই, নাঈম হত্যার বিচার চাই’
নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে সহপাঠীরা
নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে সহপাঠীরাসাজিদ হোসেন
গাড়িচাপায় নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় আজও বিক্ষোভ অব্যাহত রেখেছে কলেজের শিক্ষার্থীরা। নাঈমের মুত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজ বৃহস্পতিবার শিক্ষার্থীরা নটর ডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। সেখানে বেলা দেড়টা পর্যন্ত ছিল তারা।
এরপর সেখান থেকে মিছিল নিয়ে ছাত্ররা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যালয়ের (নগর ভবন) সামনে অবস্থান নেয় তারা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ থাকায় সেখানে অবস্থান করছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। তারা সেখানে সহপাঠী নাঈমের মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, তারা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করতে চান। কেননা এই সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নাঈমের মৃত্যু হয়েছে।
শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিল ‘মেয়র তোমার দেখা চাই, নাঈম হত্যার বিচার চাই।’
নগর ভবনের সামনে কলেজটির হাজারের বেশি ছাত্র এখন অবস্থান করছে।
এর আগে নটর ডেম কলেজের সামনে থেকে মিছিল শুরু হয় বেলা ১১টা ২০ মিনিটের দিকে। মিছিলটি শাপলা চত্বরে পৌঁছায় বেলা সাড়ে ১১টার দিকে।
নাঈমের মৃত্যু: নটর ডেমের শিক্ষার্থীরা সড়কে
রাজধানীর জিরো পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান
মতিঝিলের শাপলা চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়।
দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা শাপলা চত্বর থেকে গুলিস্তান মোড়ের দিকে রওনা হয়। দুপুর ১২টার দিকে তারা গুলিস্তান মোড়ে পৌঁছায়। দুপুর ১২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা মূলত ছয়টি দাবি নিয়ে সড়কে নেমেছে। এগুলো হলো—সবার জন্য সড়ক নিরাপদ করা, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাস হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পদচারী-সেতু স্থাপন করা ও সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা।
আজ শিক্ষার্থীরা যখন মিছিল নিয়ে শাপলা চত্বরে যায়, তখন তাদের অন্যতম স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’।
আন্দোলন প্রসঙ্গে নাঈমের সহপাঠী হাসিবুর রহমান বলেন, ‘আমরা নিরাপদ সড়ক চাই। আমাদের এই আন্দোলন অহিংস।’