গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের নির্দেশনা চেয়ে রিট।
গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ পাস বা অর্ধেক ভাড়া নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ বুধবার হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।আগামী রোববার এ রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চে উপস্থাপন করা হবে।
রিট আবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়ালেখার খরচ সরকার বহন করে। কিন্তু অর্ধেক ভাড়ার বিষয়ে সরকারের নিস্ক্রিয়তা সংবিধানের ১৫(১), ১৭, ১৮(৪) ও ৩১ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের লংঘন।আবেদনে স্বরাষ্ট্র, নৌ, রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।
এর আগে সংশিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী। ২২ নভেম্বর পাঠানো ওই নোটিশের জবাব না পেয়ে রিট করেন তিনি।