কুষ্টিয়া জেলা শাখা শ্রমিক অধিকার পরিষদের ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন:
নিজস্ব প্রতিবেদন:
কুষ্টিয়া জেলা শাখার শ্রমিক অধিকার পরিষদের ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।বুধবার (১০ নভেম্বর )বিকালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪৫ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
উক্ত কমিটির আহ্বায়ক হলেন মিলন মালিথা এবং সদস্য সচিব হলেন শেখ আহাম্মদ রেজোয়ান ।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য কুষ্টিয়া জেলার সবগুলো উপজেলায় পর্যায়ক্রমে আহ্বায়ক কমিটি দেয়া হবে।এরই ধারাবাহিতায় কুষ্টিয়া শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরেই কুষ্টিয়া জেলা এগিয়ে যাবে ভালবাসার প্রাণের সংগঠন।জনতার অধিকার,আমাদের অঙ্গিকার।দেশ গঠনে অংশ নিন,ছাত্র /যুব /শ্রমিক /প্রবাসী অধিকার পরিষদ এ যোগ দিন।
এ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার শ্রমিক অধিকার পরিষদের সংগঠক মোঃ স্বপন বলেন,ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গঠিত হওয়া ছাত্র /যুব/শ্রমিক/ প্রবাসী অধিকার পরিষদ জনতার অধিকার আদায়ে শুরু থেকে এখন পর্যন্ত সোচ্চার ছিল এবং ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ। ডাকসু ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল গঠনের পর থেকে আগের চেয়ে অনেক গুণ বেশি সারা পাচ্ছি আমরা। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রায় সবগুলো জেলা, উপজেলা ও ইউনিয়নে কমিটি দেয়ার কাজ চলছে।যুবকদের সংগঠিত করার জন্য যুব অধিকার পরিষদ,শ্রমিকদের সংগঠিত করার জন্য শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসীদের সংগঠিত করার জন্য প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।জনগন যদি আমাদের পাশে থাকে তাহলে তাদের অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ।