দিনব্যাপী গণসংযোগ করলেন পোড়াদহ ইউপির স্বতন্ত্রপ্রার্থী বেনজীর আহমেদ পলাশ
প্রেস বিজ্ঞপ্তিঃ পোড়াদহ ইউনিয়নের একসময়ের জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম লিয়াকত আলীর সুযোগ্য সন্তান বেনজীর আহমেদ পলাশ এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। এবারের নির্বাচনে জনগণের ভোট পেয়ে নির্বাচিত হতে চান নিষ্ঠা, সততা ও সাহসের মূর্ত প্রতীক মিরপুর ৯ নং পোড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম লিয়াকত আলীর সুযোগ্য সন্তান বেনজীর আহমেদ পলাশ।
মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
পোড়াদহ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মরহুম লিয়াকত দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবং তখনও তিনি আওয়ামীলীগের একনিষ্ট হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তৎকালীন সময়ে তিনি কুষ্টিয়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। যার ফলে কৃষক শ্রমিক ও মেহনতি আপামার জনতার জন্য নিরলসভাবে কাজ করেছেন।
তাঁর উত্তরসূরি হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেনজীর আহমেদ পলাশ এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে।
বেনজীর আহমেদ পলাশ বলেন, আমি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম লিয়াকত চেয়ারম্যান এর আদর্শ নিয়ে বড় হয়েছি। তার স্বপ্ন ছিল পোড়াদহ কে একটি আধুনিক ইউনিয়নে রূপান্তর করা। তারই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি এবারের ইউপি নির্বাচনে অংশ নিয়েছি। জনগণের রায় পেয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক ইউনিয়ন করার জন্য কাজ করব।
হাজরাহাটি এলাকার জামাত মল্লিক জানান, এবারের নির্বাচনে সুষ্ঠু ভোট হলে বেনজির আহমেদ পলাশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। তবে মরহুম লিয়াকত আলী চেয়ারম্যান হিসেবে অনেক ভালো ছিলো তাই তার সন্তান পলাশকে ভোট দিতে চায় আমরা। এলাকার মানুষ পলাশের মাঝে লিয়াকত আলীকেই খুঁজে পায় বলেও মন্তব্য করেন তিনি।
ইউনিয়নের স্বরুপদহ এলাকর সুকমান আলী বলেন, এলাকার উন্নয়নে যথেষ্ট ভুমিকা পালন করছেন তৎকালীন চেয়ারম্যান মরহুম লিয়াকত আলী। তিনি এলাকায় যত উন্নয়ন করেছিলেন আজ পর্যন্ত তা কোন চেয়ারম্যান করেনি। তাই তার ছেলেকে আমরা জনগণ ভোট দেবে।