কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ০১ জন গ্রেফতার
সামছুল হক রুবেল ।। কুষ্টিয়া RAB ১২ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল আজ সকাল ০৬:১০ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন দোস্তপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯ বোতল ফেন্সিডিল যাহার আনুমানিক মূল্য ১৯, হাজার টাকা সহ ১ জন আসামী ১। শাহিন সালাউদ্দিন (৩০), পিতা-মৃত কোরবান আলী, সাং-দোস্তপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।