প্রেমের প্রস্থাবে রাজি না হওয়াই কলেজ ছাত্রকে অপহরণ করে বিয়ে করলেন তরুণী
অঙ্গীকার ডেস্ক :
দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যমে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলেজছাত্র নাজমুল আকনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন একই উপজেলার তরুণী ইশরাত জাহান পাখি। কিন্তু এই প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় ঐ তরুণীর সাঙ্গ-পাঙ্গরা। এরপর জোরপূর্বক তাকে বিয়েও করেন ওই তরুণী।
ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার লঞ্চঘাট এলাকায়। ভুক্তভোগী কলেজছাত্র নাজমুল জেলার মির্জাপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জালাল আকনের ছেলে। আর অভিযুক্ত তরুণী ইশরাত জাহান পাখি একই উপজেলার গাজিপুর গ্রামের মো. আউয়াল মিয়ার মেয়ে।
এ ঘটনায় নাজমুল গত ৩ অক্টোবর পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার সাথে বিয়ে করার একটি ভিডিও ক্লিপ আদালতে উপস্থাপন করা হয়েছে।