কুষ্টিয়া শিল্পকলা একাডেমি পরিদর্শন করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
শুক্রবার ১৫ অক্টোবর রাত ৮টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
দেশের ২য় বৃহত্তম শিল্পকলা একাডেমি নির্মান করা হয়েছে কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় একের পর এক উন্নয়ন হচ্ছে, সবই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির জন্য। দৃষ্টি নন্দিত শিল্পকলা একাডেমির নির্মান কাজ প্রায় শেষ হয়েছে। পুরো একাডেমি ঘুরে দেখা গেছে কিছু কিছু সামান্য কাজ বাকি রয়েছে। যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো শেষ হলেই খুলে দেওয়া হবে শিল্পী ও ভক্তদের জন্য দরজা। শিল্পকলার অডিটরে বসানো হয়েছে উন্নত মানের চেয়ার, লাইট, সাউন্ড সিস্টেম। দৃষ্টি নন্দন এই শিল্পকলা একাডেমি শিগ্রই উদ্ধোধন হবে বলে জানা যায়।