কুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট হারুন-উর-রশিদের আয়োজনে নতুন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট হারুন-উর রশিদের আমন্ত্রণে তার চেম্বারে নবীন আইনজীবীদের সংবর্ধনার আয়োজনে সকলের উদ্দেশ্যে আইনঅঙ্গনে বিনয়, আদব ও শিষ্ঠাচার বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় তিনি তার আইন পেশার প্রারম্ভিক জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে। ধৈর্য্য, মেধা ও সততার সাথে সমাজের এই নোবেল প্রফেশনে নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার উৎসাহ প্রদান করেন। নবীন আইনজীবীদের যেকোনো সমস্যায় তিনি সহযোগিতা ও পরামর্শ প্রদানের আশা ব্যক্ত করেন। কুষ্টিয়ার বেশ কয়েকজন প্রতিথযশা আইনজীবীদের স্মৃতিচারণ করেন ও তাদের উপদেশমূলক বাণীগুলো আলোচনা করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র এডভোকেট আব্দুল বারী, পরিচালনা করেন এডভোকেট ও সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান সুমন, সহযোগিতা করেন এডভোকেট হাশিম বাদশা। আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীদের বরণ উপলক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সকলকে ফুলেল শুভেচ্ছা সহ উপহার দেওয়া হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
নবীন আইনজীবীদের উপস্থিত ছিলেন এডভোকেট জাবেদ কায়সার জাসিব, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, এডভোকেট মাহমুদ হোসেন, এডভোকেট পান্না, এডভোকেট শাতিল, এডভোকেট কামরুল ইসলাম তুহিন, এডভোকেট নবীন, এডভোকেট মুন সাদাত, এডভোকেট সাজিদ মাহমুদ ভূইয়া, এডভোকেট আকলিমা খাতুন আশাসহ প্রায় বিশজন আইনজীবী।
নতুন আইনজীবীদের সংবর্ধনা প্রদানের জন্য সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবী হারুন-উর-রশিদ সহ আয়োজক সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।