কুমারখালীতে ইলিশ সংরক্ষণ অভিযান -২০২১ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত।
কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীতে ২০২১-২২ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ” প্রকল্পের আওতায় ইলিশ সংরক্ষণ অভিযান -২০২১ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজলে মৎস্য অধিদপ্তরের আয়োজনে কুমারখালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া ঘাটে এই সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা,কুমারখালী থানার তদন্ত (ওসি)
রাকিব হাসান, কুমারখালী থানার পুলিশ পরিদর্শক বাবন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য ক্ষেত্র-সহকারী শামীম রেজা ও শরিফুল ইসলাম ইউনিয়নের মৎস্য সসম্প্রসারণ প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় জেলেরাসহ এলাকার সচেতনমহল।
এসময় বক্তরা ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারী নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলার আহবান জানান।ইলিশ দেশের জাতীয় সম্পদ তাই নিষেধাজ্ঞার এই ২২ দিন যেন কোন প্রকার জাল নদীতে ফেলা না হয় সেদিকে সচেতনমহলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
উল্লেখ্য যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকবে।এসময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ,মজুদ,বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পুর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যদি কোন মৎস্যজীবী এই আইন অমান্য করে তাহলে তাকে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।