কুষ্টিয়ার হরিপুরে ৩৮৭ পিচ ইয়াবাসহ জিল্লু র্যাবের হাতে আটক
খালিদ সাইফুল,কুষ্টিয়াঃকুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১২ ।আটককৃত মোঃ মুক্ত মাহমুদ জিল্লু কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলা শালদহ গ্রামের মৃত আক্কেল আলী ছেলে ।
শনিবার ( ২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় হাটশ হরিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ৩৮৭ পিছ ইয়াবার আনুমানিক মূল্য ১,৯৩,৫০০/-(এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত) টাকা। এছাড়াও উক্ত অভিযানে একটি মোবাইল ফোন, দুইটি সীমকার্ড জব্দ করা হয় ।
র্যাব-১২ জানান,পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Post Views: 102