যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। সেখানকার একটি কনসার্ট হলের বাইরে এ গোলাগুলির ঘটনায় অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন।
পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ সাংবাদিকদের জানান, একটি সাদা রংয়ের গাড়ি থেকে হঠাৎ তিন ব্যক্তি রাইফেল ও বন্দুক নিয়ে বেরিয়ে ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন।
রামিরেজ এক টুইটে বলেন, ঠাণ্ডা মাথার ওই ঘাতকরা ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা এর বিচার চাই।
পুলিশের পরিচালক রামিরেজ আরও বলেন, বন্দুক নিয়ে এ ধরনের নৃশংসতা থামাতেই হবে। প্রতি সপ্তাহান্তেই একই ধরনের ঘটনা ঘটে চলেছে। এটা পরিকল্পনা করে করা হচ্ছে।নিশ্চিতভাবে এটা হঠাৎ হচ্ছে না বলেও দাবি এই পুলিশ কর্মকর্তার।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গুলির ঘটনায় আহত ২০-২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলি ছোঁড়ার পর ওই তিন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর শত শত মানুষ বন্দুক হামলার শিকার হন।বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, চলতি বছরের প্রথম ১৩২ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ২শ’টি গোলাগুলির ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেও ক্যালিফোর্নিয়ায় নির্বিচারে গুলি করে ৯ জনকে হত্যা করা হয়েছে।সেখানকার রেলের এক কর্মী এই ঘটনা ঘটিয়েছেন।