তালবাড়িয়াতে পদ্মায় বিলীন শত মানুষের ঘরবাড়ি গত একশতকেও কোন সমাধান নেই।
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রাম যার কোল ঘেষে বহমান পদ্মা নদী, বিগত ১৫ বছরে ইউনিয়নের ৩০% আবাদি জমি ও হাজার মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে নিঃস্ব হয়েছে ইউনিয়নের বিশাল জনগোষ্ঠী, পদ্মার কোরাল থাবা থেকে বাদ পরে নি মসজিদ, মাদরাসা স্কুল এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসমূলমহ।
এই বছর পদ্মার তীব্র শ্রোতের কারণে বিলীন হচ্ছে, শতবিঘা আবাদি জমি এবং বাসস্থান, এতে পদ্মার পরের গরীব অসহায় মানুষগুলো চরম অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে, সর্বশেষ মাথা গোজার ঠায় টুকু হারিয়ে দিশেহারা সাধারণ মানুষ।
এই ব্যাপারে নদীতে বাঁধ দেওয়ার একাধিক প্রতিশ্রুতি দিলেও তা যেন ধোয়াশা,
ইতিপূর্বে স্থানীয় এমপি হাসানুল হক ইনু সরকারের তথ্য মন্ত্রী থাকা কালিন একাধিক প্রতিশ্রুতি দিলেও কোন কাজ বাস্তবতার মুখ দেখে নাই।
একাধিকবার বিভাগীয় কমিশনারের পরিদর্শনেও কোন পরিবর্তন হয় নি ভাঙন কবলিত এলাকার মানুষের।
যেখানে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ সাধারণ মানুষের।
তাদের একটায় চাওয়া দ্রুত উক্ত নদী ভাঙনের কোন স্থায়ী সুরাহা হবে।