কুষ্টিয়ায় ৮ কোটি টাকার মাদক ধ্বংশ করেছে বিজিবি
কুষ্টিয়া সীমান্তে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৮ কোটি ৬লাখ ২১ হাজার টাকা মুল্য মানের বিভিন্ন ধরনের মাদক ধ্বংশ করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) আজ সকাল সাড়ে সাড়ে ১০ টার সময় সেক্টর সদর দপ্তর কুষ্টিয়ার অধিনস্থ ৪৭ ব্যাটালিয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই মাদক ধ্বংশ করা হয়। ধ্বংশকৃত মাদকের মধ্যে ১৭ হাজার ২শ ৪ বোতল বিদেশী মদ, ৩হাজার ৮শ ২৭ বোতল ফেন্সিডিল, ৩শ৯২ কেজি গাজা, ১০ কেজি ৮শ৯ গ্রাম হিরোইন,৫৭ হাজার ২শ ২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ হাজার ৪শ পিস ভায়াগ্রাসহ বিভিন্ন ধরনের মাদক। বিজিবি’র দাবী ধ্বংশকৃত এসব মাদকের আনুমানিক বাজার মুল্য কোটি ০৬ লাখ ২১ হাজার ৯শ ১০ টাকা। পরিপূর্ন স্বাস্থ্যবিধি মেনে ছ্ট্টো পরিসরের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ধ্বংশের উদ্বোধন করেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ পিএসসি। মাদক সেবন এবং পাচার বন্ধে সকলের সহযোগীতা চেয়ে প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, বিজিবি অত্যান্ত নিষ্টার সাথে সিমান্তে কাজ করে যাচ্ছে। তাই দুর্গম সিমান্ত অঞ্চলের মাদক পাচার রোধের জন্য আরো বেশি কঠোর হওয়ার জন্য বিজিবি সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহ বিভিন্ন সরকারী এবং বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।