মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহর থেকে আওয়াল হোসেন (৫০) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত আওয়াল বামন্দী শহরের পশ্চিমপাড়ার মৃত রবগুল ইসলামের ছেলে।শনিবার দিবাগত রাতে মেহেরপুর জেলা ডিবির একটিদল অভিযান চালিয়ে বামন্দী শহর থেকে তাকে আটক করে।
অভিযানে নেতৃত্ব প্রদান করে জেলা ডিবির এসআই হাবিবুর রহমান।এসময় উপস্থিত ছিলেন এএসআই আহসান হাবিব ও এএসআই হেলাল উদ্দীনসহ ডিবির সদস্যরা।মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী জানান, গত ২৮ মে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আওয়াল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকে আওয়াল পলাতক পলাতক ছিল । গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান জানতে পেরে বামন্দী শহর থেকে তাকে আটক করা হয়।